Tuesday, December 12, 2017

Cook Food Distribution to Rohingya Refugees Ukhyia, Cox's Bazar




ISDE Bangladesh with the support from DoPeace USA Supporter has distributed 1800 packet cooked food to Rohingya refugees in Hakim Para Makeshift Rohingya Refugees Camp, Tangkhali, Ukiya, Cox's Bazar on 07 October 2017. This is the 3rd phase of food distribution by ISDE. It has distributed food in 19 September and 29 September 2017.Mr. Dewan Abu Wasek Bangladesh Country Representative, DoPeace.org was present during the food distribution and observed the sufferings Rohingya refugees, especially women and children. They are very much happy to receive the food packets. Thanks to Shahid Ahmed sir, DoPeace.org authority and sponsors for their support in emergency response program for Rohingya refugees as well as to #SaveRohingyaChildrenNow.
We trust the benevolence of people like you. We believe in the goodness of people and we are quite convinced that you will rise to the occasion. Please click the link dopeace.org/donate.html and donate to save the children. Please fulfill your obligations. Please do not neglect. Please do it now! Thank you!

HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

Food Distribution to Rohingya Refugees Ukhia, Cox's Bazar

ISDE Bangladesh with the support from DoPeace USA Supporter has distributed 1800 packet cooked food to Rohingya refugees in Hakim Para Makeshift Rohingya Refugees Camp, Tangkhali, Ukiya, Cox's Bazar on 07 October 2017. This is the 3rd phase of food distribution by ISDE. It has distributed food in 19 September and 29 September 2017.Mr. Dewan Abu Wasek Bangladesh Country Representative, DoPeace.org was present during the food distribution and observed the sufferings Rohingya refugees, especially women and children. They are very much happy to receive the food packets. Thanks to Shahid Ahmed sir, DoPeace.org authority and sponsors for their support in emergency response program for Rohingya refugees as well as to #SaveRohingyaChildrenNow.
We trust the benevolence of people like you. We believe in the goodness of people and we are quite convinced that you will rise to the occasion. Please click the link dopeace.org/donate.html and donate to save the children. Please fulfill your obligations. Please do not neglect. Please do it now! Thank you!



চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উদযাপন 
সবার জন্য পর্যাপ্ত খাদ্য, পুষ্ঠি নিরাপত্তা চাই ও খাদ্য অধিকার আইন চাই
পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সমষ্ঠিক অর্থনৈতি প্রতিবেদন ২০১৫ এর তথ্য অনুযায়ী দেশে এখনো 
​২
 কোটি ৮৫ লাখ মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করে যা মোট জনসংখ্যার ২৪.৫%। অপরদিকে বিশ্বব্যাংকের ট্রেকিং অন ইন-ইকোয়ালিটি প্রতিবেদন অনুসারে ২০০৯-১০ অর্থবছরে  কোটি ৮০ লাখ অতিদরিদ্র যা মোট জনগোষ্ঠির ১২.৯ শতাংশ, যারা দুবেলা ঠিকমতো খেতে পায় না। টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০(এসডিজি)র উন্নয়ন কাঠামোর অন্যতম লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সব ধরনের দারিদ্রের অবসান এবং আগামী ১৫ বছরের মধ্যে ক্ষুদামুক্তির অঙ্গিকার। বিশ্ব নেতৃবৃন্দ খাদ্য অধিকার ও পুষ্ঠি নিরাপত্তার বিষয়ে সমর্থন দিয়ে ক্ষুদ্র মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ঘোষনা করে এসডিজি অনুমোদন করেছেন। আর এসডিজি বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার ও সহযোগিতামুলক আইন ও নীতি। নীতি ও আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব। তাই এসডিজির মুল লক্ষ্য অনুযায়ী দেশে সবার খাদ্য নিশ্চিত করতে দ্রুত খাদ্য অধিকার আইন প্রণয়ন দরকার। সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্ঠি নিরাপত্তা,  ও খাদ্য অধিকার আইন এর দাবি জানিয়ে চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ-চট্টগ্রাম ও ক্যাব চট্টগ্রাম এর আয়োজনে ১৬ অক্টোবর নগরীর আইএসডিই বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও খাদ্য অধিকার বাংলাদেশ চট্টগ্রামের আহবায়ক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক ও খাদ্য অধিকার বাংলাদেশ চট্টগ্রামের যুগ্ন আহবায়ক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চায়লনায় আলোচনায় অংশনেন বিশিষ্ঠ নারী নেত্রী ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সম্পাদক অধ্যাপক শাহনেওয়াজ, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব সদরঘাটের সভাপতি ও সুফিয়া কামাল ফেলো জান্নাতুল ফেরদৌস, সুফিয়া কামাল ফেলো সায়মা হক, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, চান্দগাঁও ল্যাবরেটরী ¯ু‹ল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল ফারুকী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, প্রাইম ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউনুচ, ঘাসফুলের চন্দন কুমার বড়–য়া, মমমতার প্রবীর দাস, পরিবেশ আইনবিদ সমিতি বেলার মোঃ হাসান, ওমেন হোম এর সাধারন সম্পাদক ফারহানা আকতার, আইন কলেজের সাবেক ভিপি রেবা বড়–য়া, সিএসডিএফ’র শাম্পা কে নাহার, শিক্ষক মোঃ ইউসুফ প্রমুখ।

সভায় বক্তাগন বলেন বর্তমান সরকার, বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার বিভিন্ন উদ্যোগের কারনে দেশে খাদ্য নিরাপত্তায় বিপুল অগ্রগতি সাধিত হলেও নিরাপদ খাদ্যের বেলায় মারাত্মক হুমকিতে আছে। অন্যদিকে সরকার হতদরিদ্রেরজন্য ১০ টাকায় চাল বিক্রিসহ সামাজিক নিরাপত্তা বেষ্টণীর অনেকগুলি যুগান্তারী উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে যথাযথ তদারকির অভাবে এসমস্ত কর্মসুচি গুলি কাঙ্খিত লক্ষ্য পুরণে সমর্থ হচ্ছে না। বাংলাদেশের সংবিধানে সবার জন্য খাদ্য অধিকারের কথা বলা হলেও এ পর্যন্ত খাদ্য অধিকার আইন প্রণীত হয়নি। খাদ্য উৎপাদন ও বিপনণে বহুজাতিক কোম্পানী গুলির ক্রমাগত একছত্র আধিপত্য বিস্তার  সবার জন্য খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আর সে কারনে বিগত বিশ বছরে দেশে খাদ্যের মুল্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুনেরও অনেক বেশী, অথচ মার্কিন যুক্তরাস্ট্রের মতো উন্নত দেশগুলিতে খাদ্যের মুল্য সেভাবে বাড়েনি। অন্যদিকে প্রকৃত কৃষক তার উৎপাদিত খাদ্য পণ্যের ন্যায্য মুল্য পায় না, যা মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ারা এবং খাদ্য ব্যবসবায়ীরাই সিংহভাগ হাতিয়ে নিচ্ছে। ফলে দেশীয় প্রকৃত কৃষক প্রতিবছরই লোকসান গুনছে। সেকারনেই সবার জন্য পর্যাপ্ত খাদ্য, পুষ্টি নিরাপত্তা, খাদ্য অধিকার আইন প্রণয়ন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানে রাস্ট্রকে বাধ্য করার বিষয়ে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এছাড়াও জলবায়ু পরিবর্তন জনিত কারনে দেশের ৪১ শতাংশ ভুমি হুমকিতে আছে। যা খাদ্য উৎপাদনকে ঝুঁকির মধ্যে ফেলছে। 

বক্তাগণ সকল পক্ষের মতামতের ভিত্তিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন, নিরাপদ খাদ্য আইনের যথাযথ প্রয়োগে মাধ্যমে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য আইন কঠোরভাবে প্রয়োগ, হতদরিদ্রের জন্য ১০ টাকায় চালবিতরনসহ সামাজিক নিরাপত্তাবেষ্টণীর আওতায় গৃহিত কর্মসুচি গুলির যথাযথ মনিটরিং, কৃষিতে ভর্তুকির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং প্রান্তিক কৃষক ও বর্গাচাষীদের সরাসরি ভুর্তকির আওতায় আনা,  প্রান্তিক কৃষক এবং বর্গাচাষীদের নিয়ে সমবায় গড়ে তোলার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার, সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিতকরণ, সকল পর্যায়ে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, নারী কৃষকদের স্বীকৃতি ও ভুমিতে তাদের অধিকার নিশ্চিতকরণ, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পশু পালনকারী, জেলেদের মতো জনগোষ্ঠীর জন্য ভূমি নিরাপত্তা, শিক্ষা, ঋনসহ অন্যান্য সুযোগ-সুবিধার উৎস নিশ্চিতকরণ, খাদ্য সংকট মোকাবিলায় সরকারকে পর্যাপ্ত খাদ্য মজুদ নিশ্চিত করা, কৃষি উৎপাদনে পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে জলবায়ু পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে যাতে ফসল টিকে থাকতে পারে তা নিশ্চিত করা; ২০২০ সালের মধ্যে বীজ, শস্য, পালন করা, পশুর জিনগত বৈচিত্র বাড়ানোয় কাজ করা; বিশ্ব খাদ্য পণ্যের বাজারে দাম স্থিতিশীল ও ক্রেতার হাতের নাগালের মধ্যে রাখতে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, কৃষিভিত্তিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর দাবী জানানো হয়।
HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

চট্টগ্রামে কপ-২২ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ুর ন্যায্যতার জন্য তারুন্য প্রাচারাভিযান সম্পন্ন



মরক্কোর মারাক্কাস শহরে অনুষ্ঠিত কপ ২২ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ুর ন্যার্যতার দাবীতে বিগত ৬ ডিসেম্বর ২০১৬ থেকে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলিতে জলবায়ু সম্মেলনে ন্যায্যাতা দাবী করে তরুনদের মাধ্যমে প্রচারানা কর্মসুচি পরিচালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল দাবির স্বপক্ষে সেলফি ক্যাম্পাইন, সেলিব্রিটি ভিডিও, কাট আউট সেলফি এবং তারুন্য সম্মিলন। যার সমাপ্তি ঘটে বিগত ২৯ নভেম্বর ২০১৬ইং নগরীর চান্দগাঁওস্থ সিডিএ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এ প্রচারনা কর্মসুচি পরিচালনা করেন এবং এ প্রচারনা কর্মসুচিতে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম, ক্লিন খুলনা ও সিএসআরএল সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

কপ-২২ উপলক্ষে অনুষ্ঠিত তারুন্য সম্মিলনে বিভিন্ন বক্তাগন শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর গ্রীন হাউজ গ্যাস নির্গমন ব্যাপক হারে কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা, নির্গমন কমানোর হার যাচাই করার জন্য শক্তিশালী  আইনী ব্যবস্থা ও পরিবীক্ষন ব্যবস্থা গড়ে তোলা, প্রতিশ্রুতি অনুযায়ী ঝুঁকিপুর্ন দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনজনিত খাতে ঋনদান বন্ধ করা, সবুজ জলবায়ু তহবিলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির অংশগ্রহন নি্িশ্চতকরা, আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ে জলবায়ু তহবিল ব্যবস্থাপনা বরাদ্দ প্রদান ও তহবিল ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলি সক্ষমতা বৃদ্ধির জন্য আর্ন্তজাতিক সহযোগিতা নিশ্চিত করা, জলবায়ু বাস্তচ্যুতদের উন্নতদেশে স্বাধীন ও মর্যদাপুর্ন অভিভাবসনের অধিকার দেয়া, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে ক্ষয় ক্ষতি মোকাবেলার জন্য একটি আর্ন্তজাতিক তহবিল গঠন করা, স্বল্পোন্নাত ও ঝুঁকিপুর্ণ দেশগুলোর চাহিদার উপর গুরুত্বারোপ করে বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করা, ক্ষুদ্র ও প্রান্তি নারী কৃষকদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের সহায়তার জন্য বিশেষ তহবিল বরাদ্দ রাখাসহ ১১টি দাবি জানানো হয়। 

তারুণ্য সম্মিলনে অন্যান্যদের মধ্যে হাজেরা তজু বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দীন খান, আইএসডিই বাংলাদেশ নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মানিক চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দীন, আইএসডিই বাংলাদেশ’র কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা প্রনব বিশ্বাস, মাস্টার ইউসুফ, তরুন সমাজকর্মী এনামুল হাসানসহ কলেজের বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রীবৃন্দ।
HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

চট্টগ্রামে খাদ্য অধিকার ক্যাম্পাইন অনুষ্ঠিত

চট্টগ্রামে খাদ্য অধিকার ক্যাম্পাইন অনুষ্ঠিত 
সকলের জন্য খাদ্য অধিকার নিশ্চিত করতে সরকারের যথাযথ করনীয় দাবি

জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল এর আলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ সহায়তা কর্মসুচির আওতায় সরকার ভিজিডি, ভিজিএফ, কাবিখা, টেস্ট রিলিফ, বয়স্ক ও বিধবা ভাতা, অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান, ওএমএস, ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল ও গম বিতরন করছে। শুধু আয়ের ভিত্তিতে নয়, মৌলিক চাহিদা পুরণের খরচের ভিত্তিতে বাংলাদেশে বর্তমানে ২৪.৫% শতাংশ মানুষ(৩ কোটি ৮৫ লক্ষ) দরিদ্র যারা দৈনিক ২ হাজার ১২২ ক্যালরীর নিচে খাদ্য গ্রহন করে থাকে। এদের মধ্যে দৈনিক ১ হাজার ৮০৫ ক্যালরী গ্রহনের জন্য খাবার কিনতে প্রয়োজনীয় আয় করতে পারে না প্রায় ২ কোট বা ১২.১% শতাংশ মানুষ, যারা অতি দরিদ্র। বাংলাদেশের সংবিধানে ১৫ অনুচ্ছেদ(ক) অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষাসহ জীবনধারনের মৌলিক উপকরণের ব্যবস্থা”। ১৯৪৮ সালে গৃহিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষনা অনুচ্ছেদ ২৫(১) ধারা অনুযায়ী “প্রত্যেক ব্যক্তির নিজের এবং তার পরিবারের কল্যান ও সুস্বাস্থের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও প্রয়োজনীয় সেবাসহ জীবনযাত্রার পর্যাপ্ত মানের অধিকার রয়েছে”। এছাড়াও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্প বাস্তবায়ন এবং জাতিসংঘের 
Sustainable Development Goal(SDG) এর অধীন ২নং ক্ষুদামুক্তিসহ সকল লক্ষ্য অর্জনে সরকার অ্ঙ্গীকারাবদ্ধ। অন্যদিকে দেশের হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের ব্যাপক ক্ষয়িক্ষতি, পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির সাজেক ও বান্দরবানে পাহাড়ী এলাকায় খাদ্য ঘাটতি কারনে নিঃস্ব জনগনের কল্যানে সরকারের গৃহিত কর্মসুচি প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এবং ক্ষতিগ্রস্থ জনগন এ সমস্ত কর্মসুচি থেকে তেমন সুফল পাচ্ছে না। অন্যদিকে আসন্ন পবিত্র রমজানে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর অশুভ তৎপরতার কারনে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য কৃত্রিমভাবে সংকট তৈরী করে মূল্যবৃদ্ধির অপতৎপরতার কারনে ইতিমধ্যেই সাধারন জনগনের মোটা চালের বাজার অস্থিতিশীল হয়ে আছে। কিন্তু এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের উল্লেখযোগ্য তৎপরতা না থাকায় শংকা ও উৎকন্ঠা বাড়ছে। 

১৮ মে ২০১৭ইং নগরীর চান্দগাঁওস্থ আইএসডিই বাংলাদেশ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ ও ক্যাব চট্টগ্রামের উদ্যোগে খাদ্য অধিকার ক্যাম্পইন উপলক্ষে গণজমায়েত শেষে আলোচনা সভায় উপরোক্ত মতামত ব্যক্ত করা হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট  ও খাদ্য অধিকার বাংলাদেশ চট্টগ্রাম’র সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে আলোচনায় অংশনেন ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ এম তৌহিদুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মহানগর সভাপতি সুমাইয়া সালাম, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ চট্টগ্রামের আঞ্চলিক প্রধান রফিকুল ইসলাম মজুমদার, ড্রিংকিং ওয়াটার ওয়ার্নাস অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল আবদুল্লাহ আদনান, অন্বেষা চট্টগ্রামের আবুল কাসেম, জেলা কৃষক লীগের সেলিম সাজ্জাদ, ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক জানে আলম, অধ্যাপক শাহওেয়াজ আলী মির্জা, সংসপ্তকের অগ্রদুত দাশগুপ্ত, বিবিএফ এর সোহাইল উদদোজা, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, ইলমার ফোরকান মাহমুদ, সিএসডিএফ এর শাম্পা কে নাহার, ্ইপসার শাহীন আক্তার, ও ক্যাব ডিপিও জহুরুল ইসলাম প্রমুখ। 
  
সভায় বক্তাগন বলা হয় হাওর অঞ্চলে কৃষকসহ দরিদ্র মানুষের জীবনে এখন প্রধান সংকট খাদ্য। পাশাপাশি সমগ্র দেশে খাদ্যসহ কৃষি পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধি, আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং খাদ্যে ভেজাল বৃদ্ধিতে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষনা করা, ক্ষতিগ্রস্থ প্রকৃত মানুষের জন্য সরকার ঘোষিত খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রাপ্তি নিশ্চিত করা, চাহিদা অনুসারে হাওরসহ খাদ্য সংকটাপন্ন এলাকায় ১০ টাকা দরে চাল বিক্রয়ের ব্যবস্থা করা, পরবর্তী মৌসুমে কৃষি উৎপাদনের জন্য কৃষকদের সার, বীজসহ কৃষি উপকরণ সহায়তা বিতরন, কৃষকদের সুদম্ক্তু ঋন প্রদান, উন্মুক্ত জলমহালের ইজারা বাতিল করে জেলে-কৃষকদের অবাধে মাছ ধরার ব্যবস্থা করা, বর্ষা মৌসুমে ব্যাংক ও এনজিও ঋনের কিস্তি আদায় বন্ধ করা, আগামী মৌসুমের ধান ওঠার পুর্ব পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্থ ৮ লক্ষ পরিবারের জন্য বিশেষ ভিজিএফ চালু রাখা, প্রয়োজনীয় পরিমান আমদানি ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে চালের বাজার স্থিতিশীল করা, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, রমজানকে সামনে রেখে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য সমন্বিত কর্মসুচি চালু রাখা, খাদ্যে ভেজালকারীদের কঠিন ও দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। -- 
HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

সবার জন্য খাদ্য ও পুষ্ঠির নিরাপত্তায় খাদ্য অধিকার আইন চাই

সরকারের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ি দেশের ৪ কোটি দারিদ্রসীমার নীচে বসবাস করে এবং এর মধ্যে ২ কোটি লোক অতিদরিদ্র। দৈনিক ২১২২ ক্যালরী খাবার কিনতে অক্ষম তারাই দরিদ্র। টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০(এসডিজি)র উন্নয়ন কাঠামোর অন্যতম লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সব ধরনের দারিদ্রের অবসান এবং আগামী ১৫ বছরের মধ্যে ক্ষুদামুক্তির অঙ্গিকার। বিশ্ব নেতৃবৃন্দ খাদ্য অধিকার ও পুষ্ঠি নিরাপত্তার বিষয়ে সমর্থন দিয়ে ক্ষুদ্র মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় ঘোষনা করে এসডিজি অনুমোদন করেছেন। আর এসডিজি বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক অঙ্গিকার ও সহযোগিতামুলক আইন ও নীতি। নীতি ও আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব। তাই এসডিজির মুল লক্ষ্য অনুযায়ী দেশে সবার খাদ্য নিশ্চিত করতে দ্রুত খাদ্য অধিকার আইন প্রণয়ন দরকার। সবার জন্য খাদ্য ও পুষ্ঠির নিরাপত্তা বিধান ও খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়ে চট্টগ্রামে খাদ্য অধিকার বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ এপ্রিল নগরীর জুবলী রোড়স্থ তাইওয়া রেস্টুরেন্ট এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার আন্দোলন চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন খাদ্য অধিকার বাংলাদেশ এর সাধারন সম্পাদক মহসিন আলী ও যুগ্ন সম্পাদক রতন সরকার। আলোচনায় অংশনেন খাদ্য অধিকার আন্দোলন কুমিল্লার সভাপতি মাহবুব মোর্শেদ, চট্টগ্রামের সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বিবাড়ীয়া জেলা কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বান্দারবানের সাধারন সম্পাদক শান্তিময় তঞ্চ্যাংগা, চট্টগ্রাম জেলা কমিটির জেসমিন সুলতানা পারু, জান্নাতুল ফেরদৌস, অজয় মিত্র শংকু, আলহাজ্ব আবদুল মান্নান, তৌহিদুল ইসলাম, ফারহানা জসিম, জানে আলম প্রমুখ।
বক্তাগন বলেন বর্তমান সরকার ও বিভিন্ন জাতীয়-আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগের কারনে দেশে খাদ্য নিরাপত্তায় ব্যাপক অগ্রগতি সাধিত হলেও নিরাপদ খাদ্যের বেলায় মারাত্মক হুমকিতে আছে। বাংলাদেশের সংবিধানে সবার জন্য খাদ্য অধিকারের কথা বলা হলেও এ পর্যন্ত সকলের জন্য খাদ্য অধিকার আইন প্রণীত হয়নি। ২০০৭ সালে আঞ্চলিক খাদ্য নিরাপত্তা সংরক্ষনাগার হিসাবে সার্ক ফুড ব্যাংক গঠন করা হয়। খাদ্য উৎপাদন ও বিপনণে বহুজাতিক কোম্পানী গুলির একছত্র আধিপত্য সবার জন্য খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আর সে কারনে বিগত বিশ বছরে দেশে খাদ্যের মুল্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুনেরও অনেক বেশী, মোটা চালের দাম বিগত ০১ বছরে দ্বিগুনেরও বেশী বৃদ্দি পেয়েছে। অথচ মার্কিন যুক্তরাস্ট্রের মতো উন্নত দেশগুলিতে খাদ্যের মূল্য সেভাবে বাড়েনি। অন্যদিকে প্রকৃত কৃষক তার উৎপাদিত খাদ্য পণ্যের ন্যায্য মুল্য পাচ্ছে না, যা মধ্যস্বত্বভোগী ও ফাড়িয়ারা এবং খাদ্য ব্যবসবায়ীরাই সিংহভাগ হাতিয়ে নিচ্ছে। ফলে দেশীয় কৃষক প্রতিবছরই লোকসান গুনছে। সেকারনেই সবার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়ন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানে রাস্ট্রকে বাধ্য করতে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন।
সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন, নিরাপদ খাদ্য আইনের যথাযথ ব্যবহারের মাধ্যমে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যক্রম জোরদার, স্বল্প আয়ের জনগোষ্ঠির জন্য রেশনিং ব্যবস্থা এবং সরকারি বণ্টন ব্যবস্থা শক্তিশালীকরণ, কৃষিতে ভর্তুকির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং প্রান্তিক কৃষক ও বর্গাচাষীদের সরাসরি ভর্তুকির আওতায় আনা, প্রান্তিক কৃষক এবং বর্গাচাষীদের নিয়ে সমবায় গড়ে তোলার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার, সমবায়ভিত্তিক কৃষিব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিতকরণ, সকল পর্যায়ে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, নারী কৃষকদের স্বীকৃতি ও তাদের অধিকার নিশ্চিতকরণ, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পশু পালনকারী, জেলেদের মতো জনগোষ্ঠীর জন্য ভূমি নিরাপত্তা, শিক্ষা, আর্থিক লেনদেনসহ অন্যান্য সুযোগ-সুবিধার উৎস নিশ্চিতকরণ, খাদ্য সংকট মোকাবিলায় সরকারকে পর্যাপ্ত খাদ্য মজুদ নিশ্চিত করা, কৃষি উৎপাদনে পরিবেশের ভারসাম্য নিশ্চিত করে জলবায়ু পরিবর্তন, প্রতিকুল আবহাওয়া, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে যাতে ফসল টিকে থাকতে পারে তা নিশ্চিত করা; ২০২০ সালের মধ্যে বীজ, শস্য, পালন করা পশুর জিনগত বৈচিত্র বাড়ানোয় কাজ করা; বিশ্ব খাদ্য পণ্যের বাজারে দাম স্থিতিশীল ও ক্রেতার হাতের নাগালের মধ্যে রাখতে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, কৃষিভিত্তিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর কৃষি উৎপাদন বাড়ানোর দাবী জানানো হয়। প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ৩০ জন অংশনেন।-প্রেস বিজ্ঞপ্তি

HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

চট্টগ্রামে আইএসডিই প্রাক-প্রাথমিক স্কুলে শিক্ষা বিতরণে কাউন্সিলর আবিদা আজাদ


চট্টগ্রাম শহরের ঝাউতলা, ওয়ারলেস কলোনী, সেগুনবাগান এলাকায় বাস্তচ্যুত সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল শিশুদের মাঝে প্রাক-প্রাথমিক শিক্ষা, ২য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোচিং, শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী বিষয়ক শিক্ষাদানে নিয়োজিত স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ পরিচালিত নুর জাহান পারভীন, ডুপিস রউফ ও সক্রেটিস  লানিং সেন্টারের প্রাক-প্রাথমিক পর্যায়ের শির্ক্ষাথীদের মাঝে বই, পেন্সিলসহ শিক্ষা উপকরন বিতরন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। ৯ ফেব্রুয়ারি ২০১৭ইং চট্টগ্রাম মহানগরীর খুলসী থানাধীন সর্দার বাহাদুর নগর বিহারী ক্যাম্প এলাকায় পরিচালিত নুর জাহান পারভীন, ডুপিস রউফ ও সক্রেটিস লানিং সেন্টারের প্রাথ-প্রাথমিক শির্ক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণ কালে এ উপলক্ষে ঝাউতলা বিহারী ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সাহাব উদ্দীন, সদস্য নেছার আলী, আইএসডিই বাংলাদেশ’র কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। কাউন্সিলর আবিদা আজাদ সুবিধাবঞ্চিত, বাস্তচ্যুত এ সমস্ত শিশুদের জন্য শিশু শিক্ষা কর্মসুচির ভুয়াসী প্রশংসা করে অসহায়, সুবিধা বঞ্চিত ছিন্নমুল শিশুদের শিক্ষার আলো বিস্তারে আইএসডিই এর প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসুচির জন্য সংস্থার উদ্যোগকে স্বাগত জানান। সর্বজনীন শিক্ষা বিশেষ করে শিশু শিক্ষার মতো এ জনগুরুত্বপূর্ন মানবিক কার্যক্রমে দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের এ ধরনের মানবাতাবাদী কার্যক্রমে সহায়তার হাত প্রসারিত করার আহবান জানান। চট্টগ্রামে এ ধরনের কর্মকান্ড আরো সম্প্রসারিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন। 
HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

চট্টগ্রামে রউফাবাদে আইএসডিই প্রাক-প্রাথমিক স্কুলে শিক্ষা বিতরণে কাউন্সিলর জেসমিন পারভীন জেসি


সর্বজনীন শিক্ষা বিশেষ করে শিশু শিক্ষার মতো এ জনগুরুত্বপূর্ন মৌলিক অধিকার সুরক্ষা কার্যক্রমে দেশী বিদেশী দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের সহায়তার হাত প্রসারিত করা প্রয়োজন। কারন এ সমস্ত শিক্ষা কর্মসুচির মাধ্যমে একটি শিশুকে পরিপূর্ন মানবে রূপান্তরে সহায়তা করে। সমাজে প্রকৃত শিক্ষার পরিবেশ না থাকার কারনে কিছু অমানুষ তৈরী হচ্ছে যারা জ্িঙ্গ কর্মকান্ডসহ নানা অপকর্মে জড়িয়ে দেশ ও মানবতাকে ভুলন্টিত করছে। প্রকৃত শিক্ষা অর্জনে তাদের চোখের পর্দা খোলে দেয়া সম্ভব হলে তারা এ সমস্ত বিপথগামীতা থেকে ফিরতে বাধ্য হবে। অন্যদিকে সরকারী-বেসরকারী অনেক উদ্যোগ চলমান থাকলেও এখনও অনেক হতদরিদ্র, কর্মজীবি শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। বিশেষ করে দরিদ্র বস্তিবাসী ও নিন্ম আয়ের মানুষ এখনও এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদেরকে বাদ দিয়ে সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। অন্যদিকে এসজিডির লক্ষ্যমাত্রা অর্জনে দেশে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে হলে শিক্ষার জন্য এ ধরনের উদ্যোগ গুলিকে আরো বেশী সম্প্রসারণ প্রয়োজন হবে। একই সাথে শিক্ষায় রাস্ট্রীয় বিনিয়োগ বৃদ্দি সময়ের দাবি। ১৩ ফেব্রুয়ারি ২০১৭ইং চট্টগ্রাম মহানগরীর রউফাবাদ বিহারী ক্যাম্প এলাকায় বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ পরিচালিত কাজী নজরুল ও আইজ্যাক নিউটন  লানিং সেন্টারের প্রাক-প্রাথমিক পর্যায়ের শির্ক্ষাথীদের মাঝে বই, পেন্সিলসহ শিক্ষা উপকরন বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি। শিক্ষা উপকরণ বিতরণ কালে এ উপলক্ষে রউফাবাদ বিহারী ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঝাউতলা বিহারী ক্যাম্প পরিচালনা কমিটির সদস্য নেছার আলী, আইএসডিই বাংলাদেশ’র কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বক্তাগন চট্টগ্রাম শহরের রউফাবাদ এলাকায় বাস্তচ্যুত সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল শিশুদের মাঝে প্রাক-প্রাথমিক শিক্ষা, ২য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোচিং, শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী বিষয়ক শিক্ষাদানে নিয়োজিত আইএসড্ইি সংস্থার কর্মকান্ডের প্রশংসা করে রউফাবাদের সুবিধাবঞ্চিত, বাস্তচ্যুত এ সমস্ত শিশুদের জন্য প্রাক-প্রাথমিক ও শিশু শিক্ষা কর্মসুচির ভুয়াসী প্রশংসা করে অসহায়, সুবিধা বঞ্চিত ছিন্নমুল ও বাস্তচ্যুত শিশুদের মাঝে শিক্ষার আলো বিস্তারে আইএসডিই এর প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসুচির আরো সম্প্রসারনের আহবান জানান। 
HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

চট্টগ্রামে আইএসডিই’র শিশু শিক্ষা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান



চট্টগ্রাম সিটিকর্পোরেশনের রউফাবাদ, ওয়ারলেস কলোনী, সেগুনবাগান, ঝাউতলা বিহারী কলোনীর সুবিধাবঞ্চিত, ছিন্নমুল ও উদবাস্তু শিশুদের মাঝে প্রাক-প্রাথমিক শিক্ষা, ২য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টিউটেরিয়াল কোচিং, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী বিষয়ক শিক্ষাদানে নিয়োজিত স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ পরিচালিত কাজী নজরুল ইসলাম লানিং সেন্টার পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্ন্তাা রহমান ০৫ আগষ্ঠ ২০১৭ইং চট্টগ্রাম মহানগরীর পাচলাইশ থানার রউফাবাদ বিহারী ক্যাম্প এলাকায় পরিচালিত কাজী নজরুল ইসলাম লানিং সেন্টারে এ পরিদর্শন করেন। এ উপলক্ষে রউফাবাদ বিহারী ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, আইএসডিই বাংলাদেশ এর কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন। তিনি আইএসডিই বাংলাদেশ এর ছিন্নমূল শিশুদের জন্য এ ধরনের মানবতাবাদী কর্মসুচির ভুয়াসী প্রশংসা করে অসহায়, সুবিধা বঞ্চিত ছিন্নমুল শিশুদের শিক্ষার আলো বিস্তারে আইএসডিই এর প্রাক-প্রাথমিক ও কোচিং শিক্ষা কর্মসুচির জন্য সংস্থার উদ্যোগকে স্বাগত জানান। শিশু শিক্ষার মতো এ জনগুরুত্বপূর্ন মানবিক কার্যক্রমে দাতা সংস্থা ও জড়িত অন্যান্যদের এ ধরনের মানবাতাবাদী কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন এ ধরনের কর্মকান্ড আগামিতে আরো সম্প্রসারণ হবে। 

উল্লেখ্য চট্টগ্রাম মহানগরীতে বিহারী কলোনীর মধ্যে অন্যতম হলো রৌফাবাদ ও ঝাউতলা, সেগুন বাগান ও ওয়ারলেস কলোনী যা সর্দার বাহাদুর নগর(এসবি নগর) বিহারী কলোনীর ১ হাজার দুইশত পঞ্চাশজন শিশুর জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা ও ২য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত কোচিং সুবিধা চালু করেছে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ। যুক্তরাস্ট্র ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ডু পিস এর সহযোগিতায় এ ২টি বিহারী পল্লীতে ৬টি মাল্টি লানিং সেন্টারের মাধ্যমে ১২জন শিক্ষিকার মাধ্যমে প্রতি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী ৩ ঘন্টা করে ক্লাসের মাধ্যমে শিক্ষা প্রদান করা হচ্ছে। আইএসডিই বাংলাদেশ এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিশেষ করে বই, শ্লেট, পেন্সিলসহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হচ্ছে। একই সাথে ২য় থেকে ৫ম শ্রেনীর দুর্বল শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন কোচিং এর ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোমলমতি শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমে যাচ্ছে এবং স্কুলে উপস্থিতি বাড়ছে। প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে স্থানীয় অভিভাবক বিশেষ করে নারী অভিভাবকদের মাঝে তাদের সন্তানদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে উপলদ্ধি বেড়েছে। অনেকেই তাদের সন্তানদের শিক্ষা দানের বিষয়ে আগ্রহী হয়ে উঠছে, বিশেষ করে আধুনিক শিক্ষায় আগ্রহী হয়ে উঠেছে। প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় খেলা ধুলায় শিক্ষা ও বিনোদন যুক্ত করায় কোমলমতি শিশুরা আনন্দের মাধ্যমে শিক্ষা লাভে সক্ষম হচ্ছে।  


HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

ISDE Initiatives for Stateless Rohingya Refugees in Ukhyia

HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

Monday, October 20, 2014

HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

Rural Women Day 2014 Celebrated by ISDE Bangladesh








HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

OPPORTUNITY FOR INTERNATIONAL VOLUNTARY PLACEMENT-ISDE Bangladesh!

OPPORTUNITY FOR INTERNATIONAL VOLUNTARY PLACEMENT


Integrated Social Development Effort (ISDE) Bangladesh a national nonprofit making, voluntary, social development organization based in southeastern part of Bangladesh involved in socio economic development and reduction of poverty of the under developed & hardcore rural, urban & coastal women, hilly tribal/indigenous people, minority and slum dwellers. The major activities of ISDE are; organization building of poor, non-formal education for school dropout & working & street children, micro credit for income and self employment generation for poor women, social forestation, primary health care and MCH, home gardening and nutrition education, regenerative agriculture, fisheries and livestock, environmental health and sanitation, access to justice, good governance, gender equity, ICT, youth & child development, democracy and legal education, disaster preparedness and response.

The ISDE working areas Cox’s Bazar, Chittagong Rangamati and Bandarban hill district is naturally beautiful and national tourism and Health City. Historically the Cox's Bazar and Chittagong areas were the hinterland of the Zaminders and the Bandarban hill district was that of the tribal Rajas who collected revenue but did nothing for the people.

ISDE Bangladesh offers the short and long-term voluntary placement for the following sectors in the normal works, besides it also organized year round work camps for 1-2 weeks for specific events and times. These are;

Education: Primary & Secondary Teachers, Teachers trainer, Curriculum Developer, English Language Trainer, trainer for art and culture for disadvantaged children in Chakaria, Cox’s Bazar district. It has established a school for disadvantaged children at ISDE office premises. The volunteer will work with teachers and students.


Facilities will provide by ISDE:

ISDE will provide the following facilities to the volunteers during the placement;
  • Free accommodation
  • Local transportation facilities
  • Cooking facilities
  • Pocket allowance for long-term volunteers and experts.

If you are interest to work for the welfare of under developed community people and enjoy your vacation time in developing countries and able assist us in the any of the sectors mentioned above, please response as early as possible in the following address.
Mr. S M Nazer Hossain, Executive Director
Integrated Social Development Effort (ISDE) Bangladesh
House # 68 Road # 04, Level-ii, Block-B, Chandgaon R/A Chittagong-4212 Bangladesh.
Tel: 880-31-2572161, 0171-3110054, 0195668504501721770562, Fax; 880-031-610774(attn. isde)

HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

Tuesday, April 29, 2014

শুভ বাংলা নববর্ষ ২০২১!
শুভেচ্ছা সকলকে!
১৪২১ সালে সবাইকে স্বাগতম। 
নতুন বাংলা বছরের শুভেচ্ছা সবাইবক।
শুভ নববর্ষ ১৪২১আপনার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখও সমৃদ্ধির বারতা,
মুছে যাব গ্লানিঘুরে যাক জরাঅগ্নিস্নানে শুচি হোক শুভ নববর্ষ্

Gm Gg bv‡Ri †nvmvBb
‡Pqvicvm©b, wmGmwWGd I
wbe©vnx cwiPvjK, AvBGmwWB evsjv‡`k|

Happy Bengali New Year 1421 Greetings,
Wish you a happy and prosperous Bengali New Year 1421!


S M Nazer Hossain
Chairperson, CSDF &
Executive Director, ISDE Bangladesh


Dear All,

Warm Greetings for Bijoya and Holly Eid-Ul-Azha from ISDE Bangladesh!
This is two most important sacrificing festivals for the peoples of Bangladesh brings an affluent life, peace and harmony for all.

We wishing a peaceful affluent Nation and Country!

Best wishes,
S M Nazer Hossain
Executive Director
ISDE Bangladesh
House # 68, Road # 04, Level-ii
Block # B, Chandgaon R/A, Chittagong-4212, Bangladesh
Skype: isdebangladesh, Facebook: isdebangladesh
Web: www.isdebangladesh09.blogspot.com

Wednesday, November 27, 2013

Career Planning and Career Skill Orientation for Youth held at CTG!

Demanding to Create hope for life Skill and Career Planning for future leader of the Young Peoples

The present situation of Bangladesh the young generation have no direction and choice for their job planning after end of the institutional education life, as a result young people forces to their  past generation’s business or their advised professions. As a result the young generation unable to put their vibrant potentialities in the professional life as a successful citizen, who contribute our nation for forwarding looking on prosperities. Because the young will lead the nation. Unfortunately the national leaders  without creating any hope for youth force treated as problem rather as resource for nation. The present educational system of Bangladesh developing literally sound but have to teach their professional skill and practical life oriented education. Finally we have seen, after graduation from university, youth unable to equipped with the working places and even use the learning skills. The university gives us literate peoples but have no skill professionals. As a result the national corporate houses and other multinational companies are fully depends on neighborhood countries. So there is a high need to incorporate the life skill training with existing curriculum of the educational system and create professional and practical oriented education system. These were stayed at the orientation on Career Planning and Career Skill for youth on last 9th November, 2013 at Hazera Tazu University College auditorium Chandgaon, Chittagong by ISDE Bangladesh, CSDF and Step Up Foundation.   
 
Prof Dabir Uddin Khan is addressing 
Principal Hazera Tazu University College Prof Dabir Uddin Khan was presided over the orientation, International Human resource specialist, life coach and CE of Step Up Foundation Ahmed Bari was conducted the session. Amongst others CSDF Chairperson & Executive Director ISDE Bangladesh S M Nazer Hossain, Executive Director CRCD Kazi Iqabal Bahar Sabery, Executive Director ELLMA Jesmin Sultana Paru, Executive Director Sangsaptaque Sourab Barua, Yasin Manzu, MAISA, Rukshana Akhtarnunbai, Sapnerneer, Mahbubul Alam Mutipath, Saiful Islam Kalim PULS Bangladesh, Zahurul Islam of Ishika Foundation also spoke on the occasion.
 
Prof Dabir Uddin Khan is addressing
Ahmed Bari nonresident Bangladeshi at New Zealand and life coach was presented power point presentation about carrier planning and carrier skill.  
 
Ahmed Bari is addressing the orientation 

Mr. Ahmed Bari gives importance to give positive education and boycott the negative lesions, most the time parents behave negative attitudes to their kids from boyhood. The politicians, teachers and society always teaches negative attitudes to the young, but if we can create hopes they must be give good results. The youth dedicated and win victory in the liberation war in 1971, literacy movement in 1952 etc. They are not aware out proud history of liberation war and other movement, which is our proud. But the politicians only uses as tools for political games. The speakers also urge the youth not to use optimist and emotional practices and be practical in every stage of life. They also said part time job is open for everywhere in the world but the only tuition is not the part time job for a students and it’s not a good impact in future job. Some of the university graduates are not able to write CV for job perfectly. Some others also horse race with share market, Unipay2u, destiny and other MLM for golden jubilee of solvency, finally fall down from the race. If the youth can use their potentialities with internees and part time job with corporate houses, business groups and others profession later they can easily equipped with the professional life and job placement. A total of 250 students, teachers, guardians, NGO executives were participated the orientation fro Chittagong and Cox’s Bazar district. 
a view of the participants at the workshop

Wednesday, October 30, 2013

ISDE Bangladesh with Chakaria Upazila Administration, working NGOs in Chakaria Cox's Bazar organized rally, mock demonstration and discussion meeting to celebrate the International Day for Disaster Risk Reduction 2013. Upazila Parishad Vice Chairman S M Jahangir Alam, UNO Chakaria and Ms. Monowara Begume lead the rally and march passed to main road at Chakaria, Cox's Bazar. Later a mock demonstration and discussion meeting was held to mark the day.

Mock demonstration
Rally to mark the day

UNO Monowara Begume addressing 

Participants showing mock demonstration











HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

Sunday, October 27, 2013

ISDE Bangladesh organized Art Competition on Child Rights at Family!

ISDE Bangladesh organized Art Competition on Child Rights at Family
Create Social Movement from Family to ensure Child Rights

6th October 2013 on the occasion of World Children Day and National Child Rights Week Aparajew Bangladesh, EU supported campaign project Civil Society Alliance for Child Rights in South Asia” ISDE Bangladesh with the association of South Asian Alliance of Grassroots NGOs (SAAGN) organized art competition for disadvantaged children on safe food for children at CSDF auditorium, Chandgaon, Chittagong.
Visitors visiting art competition 

Mr. S M Nazer Hossain Executive Director, ISDE Bangladesh was presided over the art competition Ex Board member of Bangaldesh Shishu Audhikr Forum(BSAF) Kazi Iqbal Bahar Sabery, OXFAM Policy Officer Kamrunahar Nazlee, Joint Secretary of Chittagong District Social Entrepreneur, Jane Alam, Principal Prime Cadet School and Collage Md Abu Yonus, Principal Chittagong Laboratory School and College Md Ismail Faroqee, Head Mistress Chandgaon Primary School Krishna Proba Debi, CSDF project Coordinator Shamapa K Nahar, Ishika Foundation CE Jahirul Islam also spoke on the occasion.
A view of participants at art competition

Speakers urge the society to ensure family be friendly, secured and safe to their kids, otherwise the society will be unlivable for the children. Due to careless from the family many children diverted to misguide and finally track out. So there is high need to create a positive environment at the family for children for love, affection and development with creativity. Speakers also give importance for safe food for children. In Bangladesh food adulteration is common culture, businessmen involved in unhealthy business making money without taking care of consumers. So, safe food for children is difficult job. Without safe food it is also difficult build a healthy nation. Sometime business community saying they are doing corporate social responsibility but making money through unfair trade. It was founded children food or medicine whatever is not the issues, they have to make profit. So, the speakers urges for making social movement to ensure child rights in the society.
ISDE Executive Director S M Nazer Hossain addressing at the opening session

Later the guest distributed prize amongst the winners of art competition. A total 60 students from different government and non government primary schools were take part the art competition           

HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com