Tuesday, December 12, 2017

চট্টগ্রামে আইএসডিই প্রাক-প্রাথমিক স্কুলে শিক্ষা বিতরণে কাউন্সিলর আবিদা আজাদ


চট্টগ্রাম শহরের ঝাউতলা, ওয়ারলেস কলোনী, সেগুনবাগান এলাকায় বাস্তচ্যুত সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল শিশুদের মাঝে প্রাক-প্রাথমিক শিক্ষা, ২য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোচিং, শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী বিষয়ক শিক্ষাদানে নিয়োজিত স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ পরিচালিত নুর জাহান পারভীন, ডুপিস রউফ ও সক্রেটিস  লানিং সেন্টারের প্রাক-প্রাথমিক পর্যায়ের শির্ক্ষাথীদের মাঝে বই, পেন্সিলসহ শিক্ষা উপকরন বিতরন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। ৯ ফেব্রুয়ারি ২০১৭ইং চট্টগ্রাম মহানগরীর খুলসী থানাধীন সর্দার বাহাদুর নগর বিহারী ক্যাম্প এলাকায় পরিচালিত নুর জাহান পারভীন, ডুপিস রউফ ও সক্রেটিস লানিং সেন্টারের প্রাথ-প্রাথমিক শির্ক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণ কালে এ উপলক্ষে ঝাউতলা বিহারী ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সাহাব উদ্দীন, সদস্য নেছার আলী, আইএসডিই বাংলাদেশ’র কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। কাউন্সিলর আবিদা আজাদ সুবিধাবঞ্চিত, বাস্তচ্যুত এ সমস্ত শিশুদের জন্য শিশু শিক্ষা কর্মসুচির ভুয়াসী প্রশংসা করে অসহায়, সুবিধা বঞ্চিত ছিন্নমুল শিশুদের শিক্ষার আলো বিস্তারে আইএসডিই এর প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসুচির জন্য সংস্থার উদ্যোগকে স্বাগত জানান। সর্বজনীন শিক্ষা বিশেষ করে শিশু শিক্ষার মতো এ জনগুরুত্বপূর্ন মানবিক কার্যক্রমে দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের এ ধরনের মানবাতাবাদী কার্যক্রমে সহায়তার হাত প্রসারিত করার আহবান জানান। চট্টগ্রামে এ ধরনের কর্মকান্ড আরো সম্প্রসারিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন। 
HEAD OFFICE OF ISDE Bangladesh New Address: House # 68 Road # 04 Block-B, Level-II Chandgaon R/A Chittagong-4212 Tel: 031-2573035, 01713-110054, 01819-331752, 01190726358, 04433382351 Fax: 031-610774(attn. ISDE Bangladesh) Email: isde.bangladesh@gmail.com, isdebd@yahoo.com

No comments:

Post a Comment